প্রশ্নোত্তরে যাকাত ও সাদাকাহ (পেপারব্যাক) | Proshnottore Jakat O Sahakaho (Paperback)

প্রশ্নোত্তরে যাকাত ও সাদাকাহ (পেপারব্যাক)

৳ 80

৳ 72
১০% ছাড়
Quantity

0

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

বই সংক্ষেপ
লেখক

সংক্ষিপ্ত বিবরণ: দারিদ্র্যবিমোচন সারা বিশ্বের ধনী গরীব প্রতিটি দেশে আজ এক গুরুত্বপূর্ণ কর্মসূচি ও চমক লাগানো স্লোগান। যাতে কাজ করছে বিশ্বের জ্ঞানী, গুণী, অর্থনীতিবিদ, প্রাজ্ঞ ও বিজ্ঞ লোকেরা। চলছে এতে পুরস্কার নেয়া-দেয়ার প্রতিযোগিতা। নোবেল পুরস্কারসহ আরো কত কি! কিন্তু আমাদের মহান রব যার নিখিল সৃষ্টিতে কোনো বৈপরিত্ব নেই, ত্রুটি নেই, ভুল নেই। তিনিই সেই আল্লাহ যিনি সালাতের সাথে মালের ইবাদত হিসেবে যাকাতকে অপরিহার্য করে দিয়েছেন সকল সম্পদশালীর উপর। আর এ যাকাত নামক ইসলামী কর্মসূচিটি দারিদ্র্য বিমোচনে এমন অসামান্য ও বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারে, যা সকল মানবগোষ্ঠীর মন মস্তিষ্ক-প্রসূত সম্মিলিত চিন্তার চেয়েও অনেক বেশি ফলপ্রসূ।
বাংলাদেশ যত দরিদ্র দেশই হোক না কেন, এ দেশেও যে কত লাখো লাখো লোকের উপর যাকাত ফরয, এ খবর আমরা অনেকেই জানি না। অজ্ঞতা, খামখেয়ালী ও গুরুত্বহীনতা কত লোককে যাকাত দেয়া থেকে দূরে রাখছে, হাঁকিয়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের আগুনের দিকে। আর বঞ্চিত করছে নিরীহ, অসহায় অভাবী ইয়াতীম, মিসকীন ও বিধবা মানুষগুলোকে। লাখো লাখো অট্টালিকা ও সুরম্য প্রাসাদের মানুষগুলোর পাশে রোগে, শোকে, না খেয়ে, বস্তিতে, রাস্তার পাশে খোলা আকাশের নিচে কর্দমাক্ত ধুলোমলিন মানুষগুলো রাত কাটাচ্ছে মানবেতর জীবন নিয়ে। সবাইকে অনুরোধ করছি, আসুন তাদের দিকে তাকাই, যাকাত সম্পর্কে জানি, দেখুন এর অলৌকিক সফলতা! এটা আসমানী বিধান; পৃথিবীর কোনো মতবাদ নয়।
মুসলিম দাবি করি, ইসলাম জানি না। জাহেল বললে রাগ হই, মাসআলা জিজ্ঞেস করলে পারি না। কী কী সম্পদের যাকাত আছে, কী কী সম্পদের নেই, কখন দিতে হবে যাকাত, পরিমাণ নির্ধারণ কিভাবে করবো এতে কোনো মাথা ব্যথা নেই। আমি না জানলেও ইমাম সাহেব তো জানেন। আবার অনেক ইমামেরও জ্ঞানের পরিধি সেই মানের নেই। নিজেরাও আরবী জানি না, শিখিও না, ছেলেমেয়েদের শেখানোর দরকার মনে করি না। অজ্ঞতার এই মরুভূমির অবস্থা দেখে বিশেষ করে সাধারণ স্বল্প শিক্ষিত ভাইদের জন্য, সকল ব্যবসায়ী ও চাকরিজীবী ভাইদের জন্য ভাষাকে সহজ করে যাকাতের হিসেব পদ্ধতির উপর বইটি প্রণয়ন করেছি। দেশের অধিকাংশই কৃষিজীবী মানুষ। তাদের জন্যও গুরুত্বপূর্ণ মাসআলা এখানে আলোকপাত করা হয়েছে। বিষয়বস্তুকে সহজ ও সকলের বোধগম্য করার জন্য হাদিসে জিব্রীলের মতো প্রশ্নোত্তর আকারে সাজিয়েছি এবং যথাসাধ্য দলিল সংযোজন করতে চেষ্টা করেছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মাদরাসার ছাত্র শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী সকলেই এ থেকে বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করি।
আমাদের দেশের অধিকাংশ মুসলমানই হানাফী মতাবলম্বী। সে জন্য এ বইয়ে বেশ কিছু হানাফী গ্রন্থের সহায়তা নেয়া হয়েছে। তন্মধ্যে শরহে বেকায়া, হেদায়া, ফাতাওয়া আলামগীরি, ফাতাওয়া শামী, ইমদাদুল আহকাম, ফাতাওয়া মাহমুদীয়া, আহসানুল ফাতাওয়া এবং আরবী গ্রন্থের মধ্যে ফিকহুস সুন্নাহ ও আশ্ শরহুল মুমতি’ বিশেষভাবে উল্লেখ্য। তাছাড়া অন্যান্য মাযহাব ও আরবী গ্রন্থেরও সাহায্য নিয়েছি।

Title:প্রশ্নোত্তরে যাকাত ও সাদাকাহ (পেপারব্যাক)
Publisher: সবুজপত্র পাবলিকেশন্স
ISBN:9789848927526
Edition:2nd Print, 2020
Number of Pages:128
Country:Bangladesh
Language:Bengali
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0